ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল,এসকফ, নেশা জাতীয় সিরাপ সহ সোনামুড়া থানা পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে আটক নেশা কারবারি।ঘটনা সোমবার গভীর রাতে জানাযায় সোনামুড়া থানার ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা এসআই জগবন্ধু দেববর্মা সহ সোনামুড়া থানার পুলিশ ও এনসিনগর বিওপি বিএসএফ জোওয়ানরা গোপন খবরের ভিত্তিতে তামসাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩৫০০ ইয়াবা ট্যাবলেট,১৪গ্রাম ব্রাউন সুগার, ও ২৮ বোতল ফেন্সিডিল ও এসকফ নেশা জাতীয় সিরাপ সহ নেশা কারবারি মুশফিকুর রহমানকে আটক করে সোনামুড়া থানায় নিয়ে আসে। সোনামুড়া থানায় নিয়ে আসার NDPS এক্টে মামলা গ্রহণ করে সোনামুরা থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেন। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে সোনামুড়া আদালতে সোপর্দ করবে পুলিশ। সংবাদমাধ্যমে বিস্তারিত জানান সোনামুড়া থানার জানান ওসি জয়ন্ত দে।