ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগরঃ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনস্থ খেলো ইন্ডিয়া সেন্টারের উদ্যোগে ধর্মনগরের জুডো হলে অনুষ্ঠিত হলো 'দি অস্মিতা সিটি লীগ'। নারী ক্ষমতায়নের লক্ষ্যকে সামনে রেখে এই বিশেষ লীগ আয়োজন করা হয়েছে, যেখানে ধর্মনগর ও পানিসাগর থেকে প্রায় ৫০ জন মেয়ে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন। উপস্থিত ছিলেন পুর পরিষদের স্পোর্টস এন্ড কালচারাল স্ট্যান্ডিং কমিটির সভাপতি রাহুল কিশোর রায়, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, জেলা শিক্ষা আধিকারিক শুভাশিস দেবনাথ, বীর বিক্রম ইনস্টিটিউশনের অধ্যক্ষ রঞ্জু শর্মা এবং উত্তর ত্রিপুরা জেলা ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা বিভাবসু গোস্বামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলো ইন্ডিয়া সেন্টারের রাজ্য সভাপতি ডক্টর সূর্যকান্ত পাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই ধরণের আয়োজনের মাধ্যমে আমাদের রাজ্যের কন্যাশক্তির ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধি পাবে।”দি অস্মিতা সিটি লীগ"-এর মাধ্যমে নারী খেলোয়াড়দের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো বলেই মনে করছেন ক্রীড়া মহল।