সংবাদ প্রতিনিধি,তেলিয়ামুড়া গত ২২শে এপ্রিল ভূস্বর্গ কাশ্মীরের পেহলগামে জঙ্গি হামলায় নিহত নীরিহ পর্যটক ও স্থানীয় শ্রমিকদের প্রতি তেলিয়ামুড়ায় শ্রদ্ধা নিবেদন করলো এসএফআই-টিএসইউ- ডিওয়াইএফআই-টিওয়াইএফ তেলিয়ামুড়া বিভাগের নেতৃত্বরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৮টা নাগাদ তেলিয়ামুড়ার সাধন কলই ভবনের সামনে নিহতদের প্রতি শ্রদ্ধানিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক অভিজিত দেব, এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক প্রদীপ সরকার, তেলিয়ামুড়ার প্রাক্তন ছাত্র নেতা সুবীর সেন সহ বাম ছাত্র-যুব সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা। উপস্থিত সকলেই ফুল দিয়ে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানান। এরপর মোমবাতি প্রজ্বলন করে নিরবতা পালনের মধ্যদিয়ে শোক জানানো হয়। শ্রদ্ধাজ্ঞাপন করার পর ডিওয়াইএফআই সংগঠনের বিভাগীয় সম্পাদক অভিজিত দেব কাশ্মীরের এই ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের প্রতি শোক ও তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। এছাড়া এই কঠিন পরিস্থিতিতে দেশের সকল অংশের জনগণকে জাতি, ধর্ম ও বর্ণ নিবিশেষে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবার আহ্বান রাখেন তিনি।।