ত্রিপুরাপ্রত্যয় প্রতিনিধি,ধর্মনগর, ২৫ এপ্রিল:- উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে শুক্রবার দুপুরে সিপিআই(এম) জেলা ও মহকুমা দপ্তরে এক দল দুর্বৃত্তদের দ্বারা এক বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।সুত্র মারফত খবর, প্রায় কুড়ি থেকে পঁচিশ জন মোটরবাইক নিয়ে হঠাৎ করে সিপিআইএম পার্টি অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং নেতৃত্বে থাকা কর্মীদের উপর নৃশংস আক্রমণ করে। দলীয় সূত্রে জানা গেছে, সেসময় পার্টি নেতৃত্ব একটি কর্মসূচি নিয়ে আলোচনা করছিলেন। দুর্বৃত্তরা পার্টি অফিসের প্রতিটি ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় ও কর্মীদের উপর শারীরিক নির্যাতন করে। আহতদের মধ্যে রয়েছেন সিপিআই(এম) ধর্মনগর মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য হরকুমার নাথ, যিনি মারাত্মকভাবে জখম হন এবং রাস্তায় ফেলে তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। একইভাবে গুরুতর আহত হন জেলা কমিটির সদস্য নিরঞ্জন দেবনাথ ও অন্যান্য নেতৃবৃন্দ।সিপিআই(এম) এই ঘটনাকে গণতন্ত্র ও আইনের শাসনের উপর সরাসরি আক্রমণ বলে উল্লেখ করেছে এবং এর নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। কি কারণে হঠাৎ এই আক্রমণ সংগঠিত করলো দুর্বৃত্তরা তা স্পষ্ট জানা যায়নি। সিপিআই(এম) দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের ফ্যাসিস্ট আক্রমণ তাদের আন্দোলন থামাতে পারবে না। শ্রমজীবী জনগণকে সঙ্গে নিয়ে তারা আবারও সংগঠিত হয়ে এগিয়ে আসবে। এই ঘটনাটি স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে আনার পাশাপাশি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে দলের পক্ষ থেকে।