তেলিয়ামুড়া প্রতিনিধিঃ রেগা-টুয়েপে পর্যাপ্ত কাজ প্রদান করা, সমস্ত বকেয়া মজুরী মিটিয়ে দেওয়া এবং রেশন শপের মাধ্যমে নিয়মিত নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য ও অন্যান্য সামগ্রী সরবরাহ করা এই তিন দফা দাবীতে রাজ্য ব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসাবে তেলিয়ামুড়ায় সিপিআই(এম) এর গণঅবস্থান। শুক্রবার সিপিআই(এম) তেলিয়ামুড়া মহকুমা অফিসের সামনে তিনদফা দাবীতে সংগঠিত গণ অবস্থানে উপস্থিত ছিলেন পার্টির খোয়াই জেলা কমিটির সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ, রাজ্য কমিটির সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, মণীন্দ্র চন্দ্র দাস প্রমূখরা। গণ অবস্থানে সভাপতিত্ব করেন হেমন্ত কুমার জমাতিয়া। গণ অবস্থানের মঞ্চ থেকে দাবীগুলির উপর জোড়ালো আলোচনা করেন পদ্ম কুমার দেববর্মা, সুভাষ নাথ, অজয় ঘোষ এবং গায়ত্রী দত্ত। লক্ষনীয় বিষয় গণ অবস্থানে অংশগ্রহণকারী মানুষজনেরা গ্রীষ্মের এই তপ্তরোদের মধ্যে বসে বক্তাদের বক্তব্য মনযোগ সহকারে শুনছিলেন। বক্তারা গন অবস্থানের মঞ্চ থেকে রেগায় কেন্দ্রীয় বাজেট কমিয়ে গ্রামীণ অর্থনীতিকে হুইলচেয়ারে বসিয়ে দেওয়ার চক্রান্ত মানুষের সামনে উজাগর করে দিয়ে এই প্রকল্পের আওতাধীন সকলকে বছরে ২০০ দিনের কাজ ও ৩৪০ টাকা মজুরী প্রদান করা, এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন ব্লকগুলিতে রেগা প্রকল্পের কাজ করা শ্রমিকদের যে বিশাল পরিমাণ মজুরী বকেয়া পরে রয়েছে তা অতিদ্রুত পরিশোধ করা এবং রেশন শপের মাধ্যমে নিয়মিত নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্য ও অন্যান্য সামগ্রী ভর্তুকিতে ভুক্তাদের প্রদান করার দাবী জানান।