আবারো গুপন খবরের ভিত্তিতে আজ ৪ জন বাংলাদেশী নাগরিক ( পুরুষ -৪) আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এবং তারা ট্রেনে করে বহীরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জি আর পি এস, আগরতলা আর পি এফ, এবং গুয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয়। প্রাথমিক জিজ্ঞাসায় তারা বলে বেঙ্গালুরু, চেন্নাই যাবে। এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে, এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আগামীকাল উনাদের কে মহামান্য আদালতে প্রেরণ করা হবে । তাদের নাম গুলি হলো জহিরুল ইসলাম ওরফ জাহির (৪২) জিলা -ঢাকা,বাংলাদেশ। দিলওয়ার হোসেন (৪৪) জিলা শরীয়তপুর, বাংলাদেশ। জামিরুল ইসলাম (২৭) জিলা পঞ্চগড়, বাংলাদেশ। মোহাম্মদ জিয়া (৩৫) জেলা জামালপুর, বাংলাদেশ। পাশাপাশি গতকাল দেওঘর এক্সপ্রেস ট্রেন থেকে ১৯ প্যাকেট গাঁজা উদ্ধার করে জি আর পি থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আগরতলা রেল পুলিশের ওসি তাপস দাস।