ধর্মনগর প্রতিনিধি, ২৮ এপ্রিলঃ কাশ্মীরের পেহেলগাঁও-তে সম্প্রতি সন্ত্রাসবাদীদের বর্বরোচিত হামলায় নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার ধর্মনগরে একটি মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। ভারত স্কাউট অ্যান্ড গাইড, উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে এই মৌন মিছিলের আয়োজন করা হয়।মিছিলে ভারত স্কাউট অ্যান্ড গাইডের স্বেচ্ছাসেবকরা ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক, জেলার বিভিন্ন কর্মকর্তা, উত্তর ত্রিপুরা জেলা ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা বিভা বসু গোস্বামী এবং ক্রীড়া দপ্তরের অন্যান্য কর্মীবৃন্দ।মিছিলটি ধর্মনগর শহর পরিক্রমা করে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে সমবেত হয়। সেখানে শহীদ পর্যটকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় এক মিনিটের নীরবতা পালন করা হয়। এই প্রসঙ্গে উত্তর ত্রিপুরা জেলা ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা বিভাবসু গোস্বামী বলেন, "কাশ্মীরের মাটিতে নিরপরাধ পর্যটকদের উপর এই কাপুরুষোচিত হামলা সমগ্র জাতিকে মর্মাহত করেছে। আমরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁদের পরিবারগুলির পাশে থাকার বার্তা দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।"