সংবাদ প্রতিনিধি,ধর্মনগর,২৮ এপ্রিলঃ- উত্তর জেলার ধর্মনগর মহকুমার রাজবাড়ী এলাকার সরলা পেট্রোল পাম্পের বিপরীতে অবস্থিত গীতা বাজাজ শোরুমে শনিবার গভীর রাতে চুরির একটি বড় ঘটনা ঘটেছে। এই শোরুমে মূলত পালসার বাইক বিক্রি হয়। চুরির ঘটনায় লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। সূত্র অনুযায়ী, শনিবার গভীর রাত আনুমানিক ২টা ৪০ থেকে ৪২ মিনিটের মধ্যে (সিসিটিভি ফুটেজ অনুযায়ী) চোরের একটি দল দ্বিতল ভবনের টিন কেটে নিচে নামার চেষ্টা করে। প্রথম দুই স্থানে ব্যর্থ হলেও তৃতীয় স্থানে ফলস সিলিং কেটে তারা শোরুমের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়।ভেতরে ঢুকে প্রথমেই সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয় চোরেরা, এরপর শুরু হয় তাণ্ডব। তারা শোরুমের সমস্ত লকার ভেঙে ফেলে। দুটি লকার থেকে মোট ৩,৬০০ টাকা (একটিতে ১,৭০০ এবং অন্যটিতে ১,৯০০ টাকা) নগদ অর্থ লুটে নেয়। তবে নগদ অর্থের পরিমাণ কম হওয়ায় চোরেরা বাইকের মূল্যবান পার্টস এবং উপযোগী সামগ্রী নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ১০ থেকে ১২ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। রবিবার শোরুম বন্ধ থাকায় সোমবার সকাল ১০টার দিকে কর্মীরা শোরুম খুলে ঘটনাটি প্রত্যক্ষ করেন। দেখা যায়, প্রবেশদ্বারের ভেতরে দুটি স্থানে ফলস সিলিং ভাঙা, সমস্ত লকার ভাঙা এবং দ্বিতল ভবনের টিনের ছিদ্রের চিহ্ন রয়েছে। ঘটনার খবর পেয়ে শোরুমের কর্মীরা মালিক রাজীব রায়কে খবর দেন। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ধর্মনগর আরক্ষা দপ্তরে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। খবর পাওয়ার পরই ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। উল্লেখ্য, যে ধর্মনগর এলাকায় গত কয়েক মাস ধরে চুরির ঘটনা লাগাতর বেড়ে চলেছে, ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, গীতা বাজাজ শোরুমের এই বড় ধরনের চুরির পর ধর্মনগর পুলিশের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয় কিনা। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।