৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় সুবিশাল তিরঙ্গা রেলী। ভারতীয় বীর সেনাদের প্রতিশ্রদ্ধা জানিয়ে বুধবার ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে জোলাইবাড়ীতে অনুষ্ঠীত হয় এক সুবিশাল তিরঙ্গা রেলী। কাষ্মীরে নিরিহ পর্যটকদের বাছাইকরে হত্যাকরারঘটনার তিব্রনিন্দা জানিয়ে ও অপেরশান সিন্দুরকে স্বাগত জানিয়ে বীর শহিদ ও ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধাজানিয়ে বুধবার জোলাইবাড়ী বাজার কাপিয়ে এক সুবিশাল তিরঙ্গা রেলি সংগঠীত করাহয়। জোলাইবাড়ী হাসপাতাল সংলগ্ন এলাকাথেকে এই রেলি শুরুহয়। পরবর্তীসময় বাজারের বিভিন্ন পথ পরিক্রমাকরে পুনরায় হাসপাতাল সংলগ্ন এলাকায় এসে এই রেলি সমাপ্তি হয়। ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে আয়োজিত আজকের এই রেলিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিধায়ক সুশান্ত দেব , প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার,মন্ডল সভাপতি সুজিত দত্ত, প্রাক্তন মন্ডল সভাপতি অজয় রিয়াং, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েতসমিতর চেয়ারম্যান তাপস দত্ত, বিজেপির দক্ষিন জেলার সভাপতি দিপায়ন চৌঁধুরী, বাইখোড়া ইস্কন মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস সহ অন্যান্যরা। ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে আয়োজিত আজকের এই রেলিতে ব্যাপকহারে লোকসমাগমঘটে।