প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগরঃ দীর্ঘ কুড়ি বছর ধরে সুনামের সাথে চলে আসছে নৃত্যালয় নৃত্য সেন্টার। এই নৃত্য সেন্টারের অধ্যক্ষ শ্রীবাস দেব। ২০০৫ সালে এই নৃত্য সেন্টারের শুরু হয়। এই কুড়ি বছরে এই সেন্টার থেকে অগণিত শিল্পীরা প্রশিক্ষণ নিয়ে বেড়িয়েছে এবং সাফল্যের সাথে দেশের বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করে নৃত্য চর্চা চালিয়ে যাচ্ছে। ধীরে ধীরে এগুতে এগুতে নৃত্যালয় নৃত্য সেন্টার ২০ তম বর্ষ অতিক্রম করে ২১শে পা দিয়েছে। একে কেন্দ্র করে প্রতি বছরের মত এবছরও নৃত্যালয় নৃত্য সেন্টার তাদের ২০ বছর পূর্তিতে বার্ষিক কর্মশালার আয়োজন করেছে ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীদিনে করতে চলেছে। বাংলা শাস্ত্রীয় নৃত্যধারায় গৌরীয় নৃত্য একটি উল্লেখযোগ্য নাম। মূলত অধ্যাপিকা ডঃ মহুয়া মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে ও প্রচেষ্টার ফলে বাংলা শাস্ত্রীয় নৃত্যে গৌরীয় নৃত্য ৯০ এর দশকের শেষ দিকে বাংলা সহ ভারতবর্ষে শুরু হয় এবং পরবর্তীতে গোটা বিশ্ব জুড়ে এটির প্রচার ছড়িয়ে পরে। গৌরীয় নৃত্যের উপর আয়োজিত এই কর্মশালাটি চলবে চারদিন ব্যাপী। যানা যায় এবার এই কর্মশালাটি হচ্ছে ধর্মনগরে ও পানিসাগরে। যেখানে ধর্মনগরের কর্মশালায় অংশগ্রহণ করেছে ৭০ জন শিল্পীরা,পানিসাগরের কর্মশালায় অংশগ্রহণ করেছে ৮০ জন শিল্পীরা। উনকোটি জেলার পেচারথলে রয়েছে ৪০ জন শিল্পী। এই কর্মশালায় প্রশিক্ষিকা হিসাবে উপস্থিত হন ডঃ মধুমিতা দাস ভট্টাচার্য্য। কর্মশালায় উনাকে সহযোগিতা করার জন্য উপস্থিত ছিলেন উনার ছাত্রী স্বাশ্বতী ও দিক্ষিতা। নৃত্যালয় নৃত্য সেন্টারের অধ্যক্ষ শ্রীবাস দেব জানান উনাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উত্তর জেলা ও উনকোটি জেলা মিলে হবে। যেখানে আগামী ২৩শে মে পানিসাগর টাউন হলে,২৪শে মে ধর্মনগরের বিবেকানন্দ শার্ধ শতবার্ষিকী ভবনে ও ২৫শে মে পেচারথলের বুদ্ধ মন্দির সংলগ্ন দূর্গা মন্ডপে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য বিগতদিনে এই বার্ষিক অনুষ্ঠানকে কিভাবে সুন্দর ও সফল করে তুলা যায় তার জন্য যারা পাশে থেকে পরামর্শ ও সহযোগিতা করে গেছেন তারা আগামীদিনেও পাশে থাকবেন বলে আশা ব্যাক্ত করেন নৃত্যালয় নৃত্য সেন্টার কতৃপক্ষ। সেইসাথে প্রতিটি অনুষ্ঠানে উক্ত এলাকার সকল জনগণদের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তুলার আহ্বান জানান নৃত্যালয় নৃত্য সেন্টার কতৃপক্ষ।