আদিবাসী জনগোষ্ঠী ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) পূর্ব তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির একদিনের সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। চাকমাঘাট কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই এক দিবসীয় সম্মেলন। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী (আই পি এফ টি) শুক্লা চরন নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন আই পি এফ টি দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা, কোষাধ্যক্ষ অমিত দেববর্মা, ইউথ আই পি এফ টি দলের সাধারণ সম্পাদক মাইনসিং জমাতিয়া,সেন্ট্রাল কমিটির এসিস্ট্যান্ট সাধারণ সম্পাদক বুদ্ধ দেববর্মা, মুঙ্গিয়াকামি ব্লকের বি এ সি চেয়ারম্যান সুনীল দেববর্মা সহ অন্যান্যরা । এদিনের সম্মেলনে উপস্থিত সকলের সম্মতিক্রমে ৫১ জনের কমিটি গঠিত হয়। নতুন কমিটিতে সভাপতি রতন দেববর্মা, ও সম্পাদক ধনঞ্জয় রিয়াং পুনরায় নির্বাচিত হয়। এদিনের এই সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ৯ পরিবারের ২৮ জন ভোটার আই পি এফ টি দলে যোগদান করে বলে উপস্থিত নেতৃত্বরা জানান।