ধর্মনগর প্রতিনিধিঃ- উত্তর জেলার ধর্মনগরের অফিসটিলা এলাকায় এক দোকানে চুরির ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। জানা গেছে, গতকাল চোরেরা দোকানে হানা দেয়। দোকান মালিক বিনায়ক ভট্টাচার্য পরদিন সকালে তার দোকানে এসে দেখতে পান সামনের দরজা ঠিক আছে কিন্তু দোকানের পিছনের দেওয়াল ভেঙ্গে চুরির ভেতরে প্রবেশ করে কেশবাক্সো ভেঙ্গে সেখান থেকে ৮ থেকে ১০ হাজার টাকা উধাও। দোকান মালিক সঙ্গে সঙ্গে ধর্মনগর থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দোকান ঘিরে চলে পর্যবেক্ষণ, ছবি তোলা এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ। এক সাক্ষাৎকারে দোকান মালিক বিনায়ক ভট্টাচার্য বলেন, "আমি প্রতিদিনের মতো দোকান খুলতে এসে দেখি আমার কেশবাসকোটা পুরোপুরি ভাঙা। ভেতরে রাখা ক্যাশের টাকা নেই। এটা খুবই হতাশাজনক।" এলাকাবাসীরা বলছেন, সম্প্রতি চুরির ঘটনা বেড়েই চলেছে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা কামনা করছেন স্থানীয়রা।