ত্রিপুরাপ্রত্যয় প্রতিনিধি, ধর্মনগরঃ তিপ্রা মথা পার্টির প্রধান মহারাজা প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মার ৪৭তম জন্মদিন উপলক্ষে শুক্রবার উত্তর ত্রিপুরার নোয়াগাঙ বাজার শেড প্রাঙ্গণে উদযাপিত হলো ‘থানসা দিবস’। আদিবাসী সমাজের ঐক্য, গৌরব এবং সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যেই এই বিশেষ দিবসটি উদযাপিত হয়।অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল ইয়ুথ তিপ্রা ফেডারেশন উত্তর জেলার উদ্যোগে ফুটবল সামগ্রী বিতরণ। জেলার সাতটি ভিলেজ কাউন্সিলের প্রতিনিধিদের হাতে ফুটবল, জার্সি ও হ্যান্ড গ্লাভস তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের মতে, যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখতে এবং তাদের মধ্যে সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।আয়োজকরা আরও জানান, শীঘ্রই সাব-জোনাল ভিত্তিক একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে, যেখানে অংশগ্রহণ একেবারে বিনামূল্যে হবে। সেই টুর্নামেন্টে থাকবে প্রাইজ মানি ও আকর্ষণীয় পুরস্কার, এবং উপস্থিত থাকবেন রাজ্যের এক মন্ত্রীও।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ তিপ্রা ফেডারেশনের জেলা সভাপতি খোকন ত্রিপুরা, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে পানিসাগর কেন্দ্রের তিপ্রা মথা প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবী জয়চুঙ রাঙলং, দামছড়া সাব-জোন চেয়ারম্যান তসিরাম রিয়াং, নোয়াগাঙ সাব-জোন চেয়ারম্যান মুকামলাল হালাম, ইয়ুথ তিপ্রা ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সন্ধ্যামমালি দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।এই অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে ইয়ুথ তিপ্রা ফেডারেশন, তিপ্রা উইমেন ফেডারেশন, ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন, তিপ্রা মথা মাইনরিটি সেল এবং তিপ্রা সিটিজেনস ফেডারেশন।