আজ সন্ধ্যা রাতে রাইমাভ্যালী তিপ্রা মথা TCF-এর উদ্যোগে লক্ষ্মীপুর ADC ভেলিজের ৩০ কার্ড গ্রামে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই সভার মধ্য দিয়ে এলাকার রাজনৈতিক সমীকরণে এক নতুন মাত্রা যোগ হলো, যখন বিভিন্ন দল থেকে আসা ১৪টি পরিবারের ৪১ জন বাঙালি ভোটার তিপ্রা মথা দলে নিজেদের আস্থা স্থাপন করলেন। এই যোগদান অনুষ্ঠানে নবাগতদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রাইমাভ্যালী তিপ্রা মথার সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা নিজে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের বরণ করে নেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন TCF সভাপতি জয় কুমার দাস, রাইমাভ্যালী তিপ্রা মথার সহ সভাপতি বাসুদেব চাকমা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ।নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে তিপ্রা মথার মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলি তুলে ধরেন এবং উপজাতি ও বাঙালিদের মধ্যে সেতুবন্ধন তৈরির গুরুত্বের ওপর জোর দেন। তাঁরা জানান, তিপ্রা মথা শুধুমাত্র উপজাতিদের দল নয়, এটি সকল জাতি-ধর্ম নির্বিশেষে ত্রিপুরার উন্নয়নে বিশ্বাসী। নবাগত সদস্যরাও তিপ্রা মথার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার অঙ্গীকার করেন। এই যোগদান সভার মধ্য দিয়ে রাইমাভ্যালী অঞ্চলে তিপ্রা মথার জনভিত্তি আরও সুদৃঢ় হলো বলে মনে করা হচ্ছে।