ত্রিপুরাপ্রত্যয় প্রতিনিধি, ধর্মনগর:- রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ ধর্মনগর মহকুমার রানীবাড়ি টি গার্ডেন এলাকায় অনুষ্ঠিত হলো বিশেষজ্ঞ মেগা স্বাস্থ্য শিবির। রানীবাড়ী বাজার সংলগ্ন কমিউনিটি হলে আয়োজিত এই শিবিরটি এজিএমসি, জিবিপি এইচ, এটিজিডিএ এবং উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন সাত সঙ্গম গ্রাম পঞ্চায়েতের প্রধান রতিশ দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ দীপক হালদার, এটিজিডিএ রাজ্য কমিটির সম্পাদক ডঃ কনক চৌধুরী, উত্তর জেলা কমিটির সম্পাদক ডঃ আশিস দাস কানুনগো প্রমুখরা। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই শিবিরে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিভাগের একঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ বিতরণ করেন। শিবিরে মোট ৫৭৫ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। ডঃ দীপক হালদার তাঁর বক্তব্যে বলেন, রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এই শিবিরের মূল উদ্দেশ্য। রাজ্যের চিকিৎসকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। আগামী দিনেও এই ধরনের শিবিরের মাধ্যমে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।