ত্রিপুরাপ্রত্যয় প্রতিনিধি, ধর্মনগর:- ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ধর্মনগরে।উত্তর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর ও ধর্মনগর পুর পরিষদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে।অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মনগর ঌ পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রাণী দাস সেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা রিপন চাকমা, জেলা শিক্ষা দপ্তরের ও.এস.ডি. সমীর রঞ্জন নাথ, জেলা সাংস্কৃতিক কমিটির সদস্য সমর চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী অশোক দত্ত প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক সঞ্জীব কুমার দাস। আলোচনা চক্রে মহকুমার বারোটি বিদ্যালয় থেকে মোট বারো জন প্রতিনিধি অংশ নেন এবং ডক্টর মুখোপাধ্যায়ের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা রিপন চাকমা জানান, সমগ্র রাজ্যের বিভিন্ন মহকুমার সাথে সামঞ্জস্য রেখে ধর্মনগর মহকুমাতেও এই অনুষ্ঠান উদযাপিত করা হল।অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। সমগ্র অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।