ত্রিপুরাপ্রত্যয় প্রতিনিধি ধর্মনগরঃ ধর্মনগর মহকুমার অন্তর্গত আনন্দ বাজার এলাকায় সিপিআই(এম)-এর অঞ্চল সম্পাদক প্রবীন কুমার ত্রিপুরার মালিকানাধীন ১২ কানি ফিসারীতে দুষ্কৃতীদের বিষ প্রয়োগের ফলে সমস্ত মাছ মারা যায়। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবারে স্থানীয় কয়েকজন বাসিন্দা ফিসারীর পাশ দিয়ে যাওয়ার সময় পচা মাছের গন্ধ পান এবং ফিসারীর জলে প্রচুর মৃত মাছ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গেই তারা প্রবীন কুমার ত্রিপুরাকে ফোনে খবর দেন। খবর পেয়ে তিনি অন্যান্য গ্রামবাসীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পুরো জলাশয়ের পরিস্থিতি দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। প্রবীন কুমার ত্রিপুরা সাংবাদিকদের জানান, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পরিকল্পিত ভাবে তার ফিসারীর জলে বিষ প্রয়োগ করেছে বলে তার সন্দেহ। তিনি আরও বলেন, “এই ফিসারীতে প্রায় বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছ ছিল। সব গুলি মাছ মারা গেছে। উনার পরিবার-পরিজন নিয়ে এই ফিসারীর ওপরই নির্ভর করতেন। প্রবীন বাবু জানান, এই ফিসারীতে রুই, কাতলা, মৃগেল, ও সিংগী জাতীয় মাছ চাষ করা হচ্ছিল এবং মাছগুলো বাজারজাত করার উপযুক্ত ওজনেই পৌঁছেছিল। ফিসারীর জলে অসংখ্য মাছ মরে ভেসে রয়েছে এবং পচন ধরায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে।এলাকার সচেতন মহল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসাথে, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার আহ্বান জানান।