হঠাৎ করেই দেশের উপ-রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধানকড়। ২১ জুলাই ২০২৫ তারিখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠির মাধ্যমে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। স্বাস্থ্যগত কারণ ও চিকিৎসকদের পরামর্শ মেনে চলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।চিঠিতে উপরাষ্ট্রপতি ধানকড় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, তাঁর কার্যকালের সময় রাষ্ট্রপতির সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ এবং মধুর সম্পর্ক বজায় ছিল। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সহানুভূতি ও সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি।তিনি উল্লেখ করেন, সাংসদদের থেকে যে ভালোবাসা ও আস্থা তিনি পেয়েছেন, তা চিরকাল তাঁর স্মৃতিতে অমলিন থাকবে। ভারতের গণতন্ত্রে উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত এবং কৃতজ্ঞ বলেও জানান।চিঠির শেষাংশে ধানকড় বলেন, “আমি ভারতের বৈশ্বিক উত্থান এবং অসাধারণ অগ্রগতির সাক্ষী হতে পেরে গর্বিত। দেশের ভবিষ্যতের প্রতি আমার অটুট আস্থা রয়েছে।