নিজস্ব প্রতিনিধি, ধর্মনগরঃ ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনকে স্মরণীয় করে রাখতে ধর্মনগর মহকুমা শাসক দপ্তর ও ধর্মনগর সাঁতার কোচিং সেন্টারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাতার প্রতিযোগিতা। শুক্রবার সকালে ধর্মনগরের স্থানীয় সুইমিং পুল প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ।এদিন মোট ৩০টি ইভেন্ট ও একটি ওয়াটার পোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু থেকে শুরু করে কিশোর–কিশোরী — বিভিন্ন বয়সের সাঁতারুরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেন। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় ১৫০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মনগর মহকুমা শাসক। তিনি উদ্বোধনী ভাষণে বলেন —“এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণ প্রজন্মের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা এবং দলগত চেতনা গঠনে বিশেষ ভূমিকা রাখে। স্বাধীনতা দিবসের মতো দিনে এই আয়োজন নতুন প্রজন্মকে উৎসাহিত করবে।” প্রতিযোগিতায় সেরা সাঁতারুদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হবে বলে আয়োজকরা জানান। স্থানীয় অভিভাবক ও দর্শনার্থীরা শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে মুগ্ধ হয়ে পুরো আয়োজনকে সাধুবাদ জানান।