রাজকুমার দাস চুরাইবাড়ি ১৮ আগস্ট : জাতীয় সড়কের সংস্কার ও মেরামত সহ বিকল্প জাতীয় সড়কের কাজ দ্রুত সমাপ্ত করার দাবিতে এক ঘন্টার গন অবস্থান সিপিএমের।উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন ঝেরঝেরি পুলিশ চেকপোস্ট এলাকায় উক্ত গন অবস্থানটি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির সময়সীমা সমাপ্ত হওয়ার পর ঝেরঝেরি তেমাতা এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। মূলতঃ ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত ২০৮নং বিকল্প জাতীয় সড়কের কাজ এবং ধর্মনগর থেকে আসাম আগরতলা সীমান্ত পর্যন্ত অর্ধসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া ও আসাম আগরতলা ৮নং জাতীয় সড়ক সংস্কার করা সহ গ্রামীণ এলাকার বেহাল রাস্তাঘাট মেরামত করা। ইত্যাদি দাবি নিয়েই ছিল তাদের এদিনকার এই গন অবস্থান কর্মসূচি। এছাড়াও এক ঘণ্টা বিকল্প জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি সংঘটিত করা হলেও সংশ্লিষ্ট কোন আধিকারিকেরা অবরোধ স্থলে আসেন নি। তাই কেন্দ্র এবং রাজ্য বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের চরম ব্যর্থতার প্রতিবাদ জানানো হয় এদিনকার অবরোধ ও সভার মধ্য দিয়ে। এদিনের অবরোধস্থলে উপস্থিত ছিলেন বামপন্থী গন আন্দোলনের একঝাঁক নেতৃত্ব। ছিলেন স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন,প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, উত্তর জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমা সম্পাদক রতন রায়, ৫৭নং যুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, স্থানীয় যুব নেতৃত্ব জহরুল হক। তাছাড়াও এই প্রতিবাদ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াং, পানিসাগর মহকুমা সম্পাদক অজিত দাস প্রমুখরা। অবরোধ কর্মসূচি শেষে শুরু হয় প্রতিবাদ সভা।সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য এবং কেন্দ্র সরকারের চরম ব্যর্থতার অভিযোগ তুলে আক্রমণাত্মক ভাষায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন বিজেপি সরকারের ৭-৮ বছরের সময়কালে রাজ্যের সাধারণ মানুষের কোন উন্নয়ন হয়নি,উন্নয়ন হয়েছে শুধু মন্ত্রী বিধায়ক, মন্ডল সহ বিভিন্ন স্তরের নেতা আমলাদের। বক্তারা আরো অভিযোগ করে বলেন, বিকল্প জাতীয় সড়কের বরাদ্দকৃত কোটি কোটি টাকা গিলে খাচ্ছেন শাসক দলীয় নেতা আমলারা, তাই বরাদ্দকৃত অর্থ খরচ হয়ে গেলেও কাজ অর্ধ সমাপ্ত রয়েছে।ফলে বিকল্প জাতীয় সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুঁশিয়ারিও দেন বাম নেতৃত্বরা।