ত্রিপুরাপ্রত্যয় প্রতিনিধি, ধর্মনগর: ত্রিপুরার ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের নির্মাতা, মহারাজা বিরবক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ধর্মনগর পুরপরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শহরের বিশিষ্টজন, সংস্কৃতিপ্রেমী মানুষ ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশ নেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক কমিটির সভাপতি সমর চক্রবর্তী, সমাজসেবী শ্যামল নাথ, মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য জগৎজোতি দেব, সমাজসেবী অশোক দত্ত, জেলা শিক্ষা দপ্তরের ওএসডি সমীর রঞ্জন নাথ এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রিপন চাকমা সহ অন্যান্য প্রথিতযশা ব্যক্তিত্ব।বক্তারা তাঁদের বক্তব্যে মহারাজার জীবনাদর্শ ও কর্মগাথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক ও সংস্কৃতিপ্রেমী শাসক। তাঁর শাসনকালে ত্রিপুরার শিল্প-সংস্কৃতির বিকাশ, আধুনিক শিক্ষাব্যবস্থার প্রসার এবং সামাজিক উন্নয়নে যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল, তা আজও উত্তরোত্তর প্রাসঙ্গিক। তাঁরা মহারাজাকে শ্রদ্ধা নিবেদন করে নতুন প্রজন্মকে তাঁর কর্মপথ অনুসরণ করার আহ্বান জানান।আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা মহারাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ ছিল আবেগঘন ও ঐতিহ্যের আবেশে মোড়া।ত্রিপুরার ইতিহাসে অম্লান মহারাজা বিরবক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম জয়ন্তী এভাবেই ধর্মনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল।