This news has no attached video clip.

উত্তর ত্রিপুরায় মহারাজা বীর বিক্রমের ১১৭তম জন্মবার্ষিকী পালন করল তিপ্রা মথা দল

Tuesday, August 19, 2025
Total Views: 102

ত্রিপুরাপ্রত্যয় প্রতিনিধি, ধর্মনগর: আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর ত্রিপুরার নোয়াগাঙ এডিসি ভিলেজে শ্রদ্ধা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করল তিপ্রা মথা দল।মঙ্গলবারের এই অনুষ্ঠানে প্রথমে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করা হয়। এরপর কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করেন তিপ্রা মথার নেতৃবৃন্দ ও স্থানীয় মানুষ। সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে বিভিন্ন জনজাতির শিল্পীরা ঐতিহ্যবাহী গান ও নৃত্যের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।এই দিনে একটি জনকল্যাণ মূলক কর্মসূচিও গ্রহণ করা হয়—৬০ জন বেনি ফিসারিকে সুপারির চারা প্রদান করা হয়, যা ভবিষ্যতে তাঁদের আর্থ- সামাজিক উন্নয়নে সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রা মথার বিশিষ্ট নেতা ধরকিমান রিয়াং, কৃপাজয় রিয়াং, নিশিকান্ত দেববর্মা ও প্রাক্তন মথা প্রার্থী জয় চুং থাং হালাম। তাঁদের বক্তব্যে উঠে আসে মহারাজা বীর বিক্রমের প্রগতিশীল দৃষ্টিভঙ্গি, আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, অবকাঠামো উন্নয়ন এবং বিশেষত জনজাতি জনগণের অধিকার রক্ষায় তাঁর ঐতিহাসিক অবদান।উল্লেখ্য, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে ত্রিপুরার আধুনিকতার ভিত্তিপ্রস্তর রচনাকারী শাসক হিসেবে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.