ত্রিপুরাপ্রত্যয় প্রতিনিধি, ধর্মনগর:উত্তর জেলার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা করল এপোলো ডাইগোনেস্টিক সেন্টার। মঙ্গলবার ধর্মনগরের রাজবাড়ি বটরশি এলাকার এপোলো ডাইগোনেস্টিক এর ফ্রেন্চাইজি সেন্টারের কর্ণধার পান্না আচার্য এক সাংবাদিক সম্মেলনের মধ্যদিয়ে জানান, গত দশ বছর ধরে এই সেন্টার অত্যাধুনিক পরিকাঠামো ও নির্ভরযোগ্য পরিষেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। আগামীতে এখানে এপোলো ফার্মেসি ও শুরু করা হবে। শুধু ধর্মনগর নয়, বছর তিনেক আগে ঊনকোটি জেলার মানুষের সুবিধার্থে কুমারঘাটে ও এপোলো ডাইগোনেস্টিকের শাখা খোলা হয়। সাম্প্রতিক কালে উত্তর জেলার পানিসাগর ও কদমতলাতেও এপোলো ডাইগোনেস্টিক সেন্টারের শাখা চালু হয়েছে। ফলে এখন থেকে ধর্মনগরের মতই আলট্রা সনোগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন অত্যাধুনিক পরীক্ষা-নিরীক্ষার আধুনিক সুবিধা এই দুই জায়গাতেও মিলবে।সবচেয়ে বড় ঘোষণা হিসেবে জানান আগামী ৭ সেপ্টেম্বর থেকে ধর্মনগর শাখায় দু’জন সুপার স্পেশালিস্ট চিকিৎসক রোগী দেখবেন। তারা হলেন—ডা. শুভদীপ পাল (এমডি, ডিএম, গ্যাস্ট্রো-এনট্রোলজিস্ট) এবং ডা. মান্না ভট্টাচার্য (এমডি, ডিএম, কার্ডিওলজি) এর ফলে রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য বারবার আগরতলা, শিলচর বা গৌহাটি ছুটতে হবে না। রোগী দেখানোর জন্য সরাসরি সেন্টারে গিয়ে অথবা 9862614815(ধর্মনগর), 8974020780(কদমতলা),8413094082(পানিসাগর), 8798976229 (কুমারঘাট) এই নাম্বারে ফোনে যোগাযোগ করে বুকিং করা যাবে। শুধু ধর্মনগর নয়, কুমারঘাট, পানিসাগর ও কদমতলা শাখা থেকেও এ বিষয়ে যোগাযোগ করা যাবে।ধর্মনগর শাখার কর্ণধার পান্না আচার্য বলেন, “অসুস্থ মানুষের কথা ভেবেই উনাদের এই উদ্যোগ। আধুনিক চিকিৎসা পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া তাদের অঙ্গীকার।” চিকিৎসা পরিষেবায় এই উদ্যোগে স্থানীয়রা বিশেষ ভাবে উপকৃত হবেন, উত্তর জেলার জন্য এক “নয়া দিগন্ত” বলা যায়।