সংবাদ প্রতিনিধি, ধর্মনগর: উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর আঞ্চলিক শারীরিক শিক্ষা মহাবিদ্যালয়ের ইন্ডোর হলে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ বিকেল ৪টায় শুরু হল রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ ছেলে ও মেয়েদের কবাড্ডি প্রতিযোগিতা।গাছে জল সঞ্চালনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি অপর্ণা নাথ। উপস্থিত ছিলেন সহ-সভাপতি ভবতোষ দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস, ভাইস- চেয়ারপার্সন ধনঞ্জয় নাথ, এসডিপিও সৌম্য দেববর্মা, ডি.সি.এম. দিবাকর জামাতিয়া, আর.সি.পি.ই. কলেজের শিক্ষক জয়দেব দাস, উত্তর ত্রিপুরা জেলার স্পোর্টস ডিরেক্টর বিভা বাসু গোস্বামী, সমাজসেবী নিরুপম দে ও ধনঞ্জয় দাস প্রমুখ।ত্রিপুরার ৮টি জেলা থেকে প্রতিটি জেলায় ৯ জন করে ছেলে ও ৯ জন করে মেয়েদের একটি দল এবং সঙ্গে দুইজন কোচ অংশগ্রহণ করেন। সর্বমোট ১৬০ জন খেলোয়াড় ও কোচ উপস্থিত ছিলেন এ প্রতিযোগিতায়।স্বাগত ভাষণ রাখেন উত্তর ত্রিপুরা ডাইরেক্টর বিভা বাসু গোস্বামী। উদ্বোধনী বক্তৃতায় সভাধিপতি অপর্ণা নাথ বলেন, নেশামুক্ত সমাজ গঠনে এ ধরনের প্রাচীন খেলাধুলার প্রচার ও প্রসার অত্যন্ত জরুরি। তিনি ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী টিংকু রায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগত খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। ভবিষ্যতে উত্তর ত্রিপুরা জেলায় আরো রাজ্যস্তরের প্রতিযোগিতা আয়োজনের আশা প্রকাশ করেন তিনি।এই প্রতিযোগিতা উপলক্ষে পানিসাগর তথা উত্তর ত্রিপুরার ক্রীড়াপ্রেমী মহলে উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়েছে।