রাজকুমার দাস চুরাইবাড়ি ২০ আগস্ট : ফের পাচারের সময় চেরাই কাঠ বোঝাই একটি গাড়ি জব্দ করলো বনকর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোর পাঁচটা নাগাদ এই অভিযানের সাফল্য পায় বনকর্মীরা। তবে গাড়ি পাকড়াও করলেও চালক পালিয়ে যায়। ঘটনাটি সংঘটিত হয় উত্তর জেলার কদমতলা থানার তারাকপুরের ইন্দো-বংলা সীমান্ত এলাকায়। জানা যায়, বুধবার ভোরে পানিসাগর এলাকা থেকে বন দপ্তরের কর্মীরা কাঠ বোঝাই সন্দেহভাবে TR05F-1661 নম্বরের একটি বলেরো মালবাহী গাড়ির পিছু ধাওয়া করে। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে তারাকপুর এলাকায় কাঠ বোঝাই গাড়িটি ফেলে চালক চাবি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বন দপ্তর গাড়ি থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করে। খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যায়। ধর্মনগর মহকুমার বন আধিকারিক রাকেশ দাস জানান, গাড়ি থেকে প্রায় ৮০ ফুট বিভিন্ন সাইজের সেগুন কাঠ জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক লক্ষাধিক টাকার উপরে। তবে এই পাচার চক্রের সঙ্গে জড়িত কাউকে পাকড়াও করা সম্ভব হয়নি। পাচারকারীরা আগেই গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখ্য গত কয়েক সপ্তাহ ধরে ধর্মনগর মহকুমার বনদপ্তর এই পাচার চক্রের উপর নজরদারি চালাচ্ছিল। জানা যায়, এসব কাঠ সম্ভবত বনদফতরের সংরক্ষিত বনাঞ্চল থেকেই কেটে আনা হয়েছে। বন আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।