সংবাদ প্রতিনিধি, ধর্মনগর, ২১ আগস্টঃঅবৈজ্ঞানিক ও নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন শনিছড়া টাটা মোটরস সংলগ্ন বাগবাসা গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা। সহস্রাধিক পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তা হঠাৎ বন্ধ করে দেওয়ায় বৃহস্পতিবার নির্মাণ সংস্থার সাইড ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা।অভিযোগ, প্রায় চার কোটি টাকার এই কাজের বরাদ্দ পেয়েছে এসএস এন্টারপ্রাইজ। শুরু থেকেই জনগণকে হয়রানি ও বিপাকে ফেলছে তারা। রাস্তাটির পাশে থাকা পানীয় জলের পাইপলাইন কেটে দেওয়ায় গ্রামবাসীরা জলের সংকটে ভুগছেন। তার উপর মূল সড়কের মধ্যে কালভার্ট নির্মাণের নামে সম্পূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু বিকল্প রাস্তা তৈরি করা হয়নি। এর ফলে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, অসুস্থ মানুষ এমনকি সাধারণ গ্রামবাসীরাও কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন।গ্রামবাসীরা আরও অভিযোগ করেন, খননকাজের মাটি ফেলে দেওয়া হচ্ছে পাশের পুকুরগুলিতে। তাছাড়া কাজের মান নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন তারা। যেখানে ভারী রড ব্যবহার করার কথা, সেখানে মাত্র ৮ ও ১০ এমএম রড দিয়ে গার্ডওয়াল ও কালভার্ট তৈরি করা হচ্ছে। এমনকি বক্স কালভার্টগুলোর ভেতর ফাঁপা থাকায় ভবিষ্যতে তা ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।ক্ষুব্ধ জনতার হুঁশিয়ারি – সঠিক মান বজায় রেখে কাজ সম্পন্ন না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এবং অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করবেন। এরই মধ্যে ছোট গাড়ি ও অটোচালকেরা যাত্রী নিয়ে দীর্ঘপথ ঘুরে যেতে বাধ্য হওয়ায় তারাও ক্ষোভ প্রকাশ করেছেন।