নিজস্ব প্রতিনিধি, ধর্মনগরঃ ধর্মনগর মহকুমার হুরুয়া এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। আগর গাছ কেনার প্রলোভন দেখিয়ে এক তরুণকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল মালিক নামের এক ব্যক্তি ফোন করে তরুণটিকে আগর গাছ বিক্রির নাম করে হুরুয়া এলাকায় ডেকে আনে। তরুণটি ঘটনাস্থলে পৌঁছতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে মারধর করা হয়। এতে গুরুতরভাবে আহত হয় সে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধর্মনগর থানার পুলিশ আহত তরুণটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। অন্যদিকে অভিযুক্ত আব্দুল মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাচ্ছে।