ধর্মনগর প্রতিনিধি: গতকাল ধর্মনগরের আইএসবিটি প্রাঙ্গণে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, ঐ সভায় সংগঠনের কয়েকজন কর্মী ও সমর্থককে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সঞ্জয় নাথ নামে এক ব্যক্তি তার কর্মস্থলের দায়িত্বে থাকার কারণে সভায় যেতে পারেননি।অভিযোগ, এই কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন কয়েকজন বিএমএস কর্মী। বুধবার রাতে সারাদিনের রোজগার শেষে বাড়ি ফেরার সময় ধর্মনগরের জোড় কার্লবার্ট সংলগ্ন এলাকায় তাকে আটকে ফেলা হয়। পরে তাকে বিএমএস অফিসের শৌচাগারের সামনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা জানিয়েছেন, আহত অবস্থায় সঞ্জয় নাথকে উদ্ধার করে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে।ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ধর্মনগর থানায় ডেপুটেশন জমা দেন স্থানীয় গাড়ি চালকেরা। তাদের অভিযোগ, সাধারণ শ্রমজীবী মানুষকে কেবলমাত্র একটি সভায় অনুপস্থিত থাকার কারণে এভাবে নৃশংসভাবে মারধর করা অত্যন্ত নিন্দনীয়। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি তুলেছেন।এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। থানাসুত্রে জানা যায়, ‘‘অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’অন্যদিকে, বিএমএস নেতৃত্বের পক্ষ থেকে ঘটনার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ ও গোষ্ঠী কোন্দলকেই এ ঘটনার পেছনের কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। স্থানীয়দের মতে, ‘‘একটা সভায় না যাওয়ার জন্য এত বড় ঘটনার সৃষ্টি হওয়া দুঃখজনক। শ্রমিক সংগঠন যদি এভাবে সদস্যদের হুমকি দেয়, তাহলে সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে।’’