সংবাদ প্রতিনিধি, ধর্মনগরঃ প্রকৃতির প্রতিকূলতাকে উপেক্ষা করে এক উৎসবমুখর পরিবেশে পূর্ব রৌয়ার নয়দ্রোন খেলার মাঠে শুরু হলো অটলবিহারী বাজপেয়ী স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের দশম আসর। পানিসাগর মহকুমার এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় এ বছর মোট ২০টি দল অংশগ্রহণ করছে।অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্বালন ও ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা হয়। উদ্বোধনী কিক-অফ করেন সমাজসেবী বিবেকানন্দ দাস, যিনি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন সমাজকর্মী নিরুপম দে, স্থানীয় প্রধান, পঞ্চায়েত সদস্য, টুর্নামেন্ট কমিটির সভাপতি, সম্পাদক ও অন্যান্য অতিথিবৃন্দ।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় LPJ পাড়া FC বনাম নয়দ্রোন FC। ম্যাচটি পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি সঞ্জয় দাস এবং সহকারী রেফারি হিসেবে ছিলেন পাপ্পু মালাকার ও সুপায়ন নাথ।টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১৫,০০০ টাকা নগদ অর্থ ও একটি ট্রফি, আর রানার্স আপ দল পাবে ১০,০০০ টাকা ও একটি ট্রফি। পুরস্কারের এই ব্যবস্থা স্থানীয় ক্রীড়া চর্চা ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।উদ্বোধনী বক্তব্যে বিবেকানন্দ দাস বলেন, “এই ধরণের উদ্যোগ যুব সমাজকে নেশা মুক্ত করে খেলাধুলার মাধ্যমে গঠনমূলক পথে পরিচালিত করবে। আমি টুর্নামেন্ট কমিটিকে আন্তরিক অভিনন্দন জানাই।”টুর্নামেন্টের শুরুতেই মাঠে ছিল দর্শকদের ভিড়, উৎসাহ-উদ্দীপনার আবহ এবং চিয়ারিং-এর দৃশ্য। এ থেকে স্পষ্ট—ক্রীড়ার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠছে এই প্রতিযোগিতা।