ধর্মনগর প্রতিনিধি:বৃহস্পতিবার দুপুরে উত্তর জেলার ধর্মনগরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দক্ষিণ নয়াপাড়া এলাকার শ্রীরাম সরনির বাসিন্দা বিবেক কর (১৫), পিতা মন্টু কর, দুপুরে কালিদিঘীতে সাঁতার কাটতে নেমে আর উঠে আসতে পারেনি। প্রত্যক্ষদর্শীদের মতে, সাঁতারের এক পর্যায়ে হঠাৎই গভীর জলে তলিয়ে যায় সে।খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ধর্মনগর দমকল দপ্তরের কর্মীরা। দীর্ঘক্ষণ তল্লাশির পর অবশেষে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমালি নাথ পরীক্ষা-নিরীক্ষার পর কিশোরটিকে মৃত বলে ঘোষণা করেন।বর্তমানে মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।হঠাৎ ঘটে যাওয়া এই করুণ ঘটনায় দক্ষিণ নয়াপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীরা শোকাহত পরিবারটির পাশে দাঁড়িয়েছেন।