ধর্মনগর প্রতিনিধি:বৃহস্পতিবার সকালে ধর্মীয় আচার- অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের ৬১তম স্থাপনা দিবস ও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হল ধর্মনগরে।এদিন ইচাই লালছড়া খণ্ড ও কালাছড়া খণ্ডের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। লালছড়া মহাদেব বাড়ি থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি নতুন বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মহাদেব বাড়িতে এসে সমাপ্ত হয়।শোভাযাত্রায় সজ্জিত রথ, ভক্তিমূলক সঙ্গীত, পতাকা, শঙ্খধ্বনি ও হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের উত্তর জেলা ও স্থানীয় স্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা জানান, “বিশ্ব হিন্দু পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের ঐক্য ও সুরক্ষার জন্য কাজ করছে। জন্মাষ্টমী ও প্রতিষ্ঠা দিবস একসঙ্গে হওয়ায় আজকের এই শোভাযাত্রা ভক্তি, ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক চেতনার এক অনন্য প্রকাশ।”শোভাযাত্রা দর্শনে পথে দাঁড়িয়ে বহু মানুষ ভক্তিভরে অংশ নেন। পরে সংগঠনের পক্ষ থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেলে ভজন পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্ত হয়।