রাজকুমার দাস চুরাইবাড়ি ২১ আগস্ট :রাস্তা সংস্কারের নামে জনগণকে হয়রানি করার অভিযোগ উঠল এক নির্মাণ সংস্থার বিরুদ্ধে। সহস্রাধিক পরিবারের ব্যবহারের একমাত্র রাস্তাটি বন্ধ করে নির্মাণ কাজ চলতে থাকায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। নির্মাণ সংস্থার সাইড ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান ভুক্তভোগীরা। তাদের অভিযোগ বিগত সপ্তাহখানেক ধরে আসাম-আগরতলা জাতীয় সড়কের টাটা মোটর সংলগ্ন স্থান থেকে গঙ্গানগর পর্যন্ত যে সাড়ে চার কিলোমিটার রাস্তাটি রয়েছে সেটির নতুন করে নির্মাণ কাজ শুরু হয়। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এই নির্মাণ কাজের বরাত পায় এসএস এন্টারপ্রাইজ। তারা কাজের শুরু থেকেই জনগণকে হেনস্থা ও হয়রানি করে যাচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ। গ্রামবাসীরা জানান, রাস্তার পাশের জলের পাইপ লাইন কেটে পানীয় জল থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাদের গ্রামবাসীদের। তাছাড়া এই মূল সড়কটির মধ্যে কালভার্ট নির্মাণের নামে রাস্তাটি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ পাশে বাঁকা পথে টমটম বা গাড়ি নিয়ে চলাচল করার জন্য একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়নি ফলে গ্রামবাসীরা এমনকি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও অসুস্থ লোকেরা বাড়ি থেকে বের হতে পারছেন না। এছাড়াও রাস্তা নির্মাণের জন্য মাটি কেটে পাশের পুকুর গুলোতে ফেলে দেওয়া হচ্ছে বলে চরম অভিযোগ গ্রামবাসীদের। এরই প্রতিবাদে আজ তারা কাজের দায়িত্বে থাকা ম্যানেজারদের ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। সর্বোপরি কাজের গুণগত মান রয়েছে অতি নিম্নমানের। যেখানে একটি মূল সড়কের নির্মাণ করা কথা অত্যাধিক প্রযুক্তি ও ভারী রড ব্যবহার করে সেখানে আট ও দশ এমএম রড ব্যবহার করা হচ্ছে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ রয়েছে ভারী যানবাহন চলাচলের জন্য। একইভাবে পাশে গার্ড ওয়াল নির্মাণ করা হচ্ছে আট এম,এম রড দিয়ে। গ্রামবাসীরা এর প্রতিবাদ জানান। এছাড়াও বক্স কালভার্ট গুলোর ভেতর ফাঁপা রয়েছে যা নিম্নমানের কাজের ধারক হিসাবে বহন রয়েছে। এভাবে পুরো রাস্তার কাজের চরম দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করে গ্রামবাসীরা জানান,সঠিক কাজ না হলে তারা আগামী দিনে রাস্তা অবরোধ করবেন।