রাজকুমার দাস চুরাইবাড়ি ২১ আগস্ট : আগর গাছ ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে উত্তর জেলায় ঘটে গেল এক দক্ষযজ্ঞ কান্ড। ঘটনা বৃহস্পতিবার দুপুরে ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লক এলাকার হুরুয়া গ্রামে। অভিযোগ, আগর গাছ কেনা–বেচা নিয়ে চোর সন্দেহে দুই যুবককে মারধর করে কিছু দুষ্কৃতী। এতে গুরুতর আহত হন আবুল ফজল ও জুবের আহমেদ নামে দুই যুবক।খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। একদল মানুষ কদমতলা থানায় জড়ো হয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ চব্বিশ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।এরপর ঘটনায় আরো নাটকীয় মোড় নেয়। জানা যায়, মারধরের প্রধান অভিযুক্ত কালাছড়ার হুরুয়া এলাকার আব্দুল মালিক নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের শিমুলটিলা এলাকার তার নিকট আত্মীয় কর্নাল আলি ওরফে বিল্লালের বাড়িতে আশ্রয় নেয়। সেই খবর পেয়ে একদল যুবক সেখানে হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ, বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়, মহিলাদের মারধর করা হয় এবং নগদ কয়েক লক্ষ টাকা লুটপাট করা হয়। এতে সায়েনা বেগম, রোছতানা বেগম, হামিদা বেগম সহ অন্তত ছয়জন আহত হন।পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল মালিককে আটক করে কদমতলা থানায় নিয়ে আসে।এদিকে কর্নাল আলি ওরফে বিল্লালের পরিবার চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ক্ষতিপূরণ ও হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে। পরে নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অযোধ্যা কান্ত দাস বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এভাবে কারও বাড়িতে হামলা চালানো উচিত নয়। আইনের উপর আমাদের আস্থা রয়েছে, তদন্তেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। অন্যদিকে কদমতলা থানায় আহত আবুল ফজল ও জুবের আহমেদের পক্ষ থেকেও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে।