ত্রিপুরাপ্রত্যয় প্রতিনিধি।। ধর্মনগর, ২৮ আগস্ট: উত্তর জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে এবং রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিবসীয় অনূর্ধ্ব–১৪/১৭ ও ১৯ এথলেটিক রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস কম্পিটিশন ২০২৫–২৬ (পার্ট থ্রি)-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় পানিসাগর আঞ্চলিক শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ের ড. অরুনাভ রায় সিন্থেটিক এথলেটিক ট্র্যাকে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহকারী পরিচালক বিভাবসু গোষ্মামী, পানিসাগর স্পোর্টস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশিষ নাথ, শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. দেব দুলাল বৈদ্য, সহযোগী অধ্যাপক ড. জয়দেব দাসসহ প্রতিযোগিতার অফিসিয়াল ও পর্যবেক্ষকেরা।এই প্রতিযোগিতার শুভ সূচনা হয়েছিল ২৬ আগস্ট রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে। তিন দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেন আটটি জেলা ও ত্রিপুরা স্পোর্টস স্কুলের মোট ২৫২ জন প্রতিযোগী। অনূর্ধ্ব–১৪/১৭ ও ১৯ বিভাগে মোট ৯৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।জাতীয় মিটে খেলার চূড়ান্ত বাছাইপর্বে অংশগ্রহণের সুযোগ পান অনূর্ধ্ব–১৪ বিভাগে ৮ জন বালক ও ৮ জন বালিকা, অনূর্ধ্ব–১৭ বিভাগে ১৭ জন বালক ও ১০ জন বালিকা এবং অনূর্ধ্ব–১৯ বিভাগে ১০ জন বালক ও ৯ জন বালিকা। সবমিলিয়ে মোট ৫৫ জন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বের জন্য।এই প্রতিযোগিতায় সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট জেলা। দ্বিতীয় স্থান অর্জন করে বাঁধারঘাট স্পোর্টস স্কুল এবং তৃতীয় স্থান দখল করে উত্তর জেলা। বিজয়ীদের হাতে ট্রফি ও বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।