রাজকুমার দাস চুরাইবাড়ি ১৮ অক্টোবর: শ্যামা পূজায় চমক নিয়ে দর্শকদের মন মাতাতে এ বছরও প্রস্তুত চুরাইবাড়ির সেবক সংঘ ক্লাব। এবছর ক্লাবের পুজো ১৭ বছরে পা রাখল। প্রতিবছরই তারা বিভিন্ন থিম পূজা করে থাকে। যা দর্শকদের এবং সমাজের প্রতি বিশেষ বার্তা বহন করে। এ বছরও তারা থিমের উপর ভিত্তি করে পথ নৃত্য প্রদর্শন করবে। এই পথ নৃত্যে প্রায় শতাধিক স্থানীয় শিল্পীরা নিত্য প্রদর্শন করবে। এ বছর তাদের নৃত্যের থিম হলো অপারেশন সিন্দুর। ক্লাব প্রাঙ্গণ থেকে প্রায় পাঁচ কিলোমিটার কদমতলা-চুরাইবাড়ি মেইন সড়কে তাদের এই থিম তথা পথনৃত্য প্রদর্শিত হবে। তাছাড়া রয়েছে আকর্ষণীয় প্রতিমা এবং ফলের ঝুড়ি ও বল দিয়ে তৈরি সম্পূর্ণ একটি সুসজ্জিত প্যান্ডেল। যা স্থানীয় শিল্পীদের দ্বারা নির্মিত হলেও একটি আকর্ষণীয় প্যান্ডেল হতে যাচ্ছে বলে জানান, ক্লাব সভাপতি সুদীপ দেব ও সম্পাদক বিক্রম দেবনাথ। এছাড়াও রয়েছে প্রসাদ বিতরণ সহ তিন দিনব্যাপী স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে প্রতিযোগিতামূলক ও প্রদর্শনী মূলক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এক কথায় উত্তর জেলার সঙ্গে চুরাইবাড়ি, কদমতলা এলাকায় শ্যামা পূজায় যেন বাড়তি উন্মাদনা সৃষ্টি হয় দর্শকদের মনে। আর এতে ওই এলাকার বেশ কয়েকটি বড় বাজেটের পুজো উদ্যোক্তারা দর্শকদেরও প্রতিবছর নিত্যনতুন কিছু উপহার দেওয়ার প্রয়াস করে থাকে।