রাজকুমার দাস চুরাইবাড়ি ১৫ অক্টোবর : মাদক বিরোধী সচেতনতার বার্তা যুব সমাজের প্রতি ছড়িয়ে দিতে জালাইবাড়ি যুব সংকল্প ক্লাবের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী মাসের ৯ নভেম্বর থেকে শুরু হবে সেভেন -এ-সাইড নক আউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট। ইতিমধ্যে জালাইবাড়ি বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। এদিকে, ষোল দলীয় এই টুর্নামেন্টের এন্ট্রি ফি থাকছে দেড় হাজার টাকা। তাছাড়া চ্যাম্পিয়ন দল ট্রফি সহ নগদ কুড়ি হাজার টাকা ও রানার্স দল ট্রফি সহ নগদ দশ হাজার টাকা পাবে বলে জানান ক্লাব সভাপতি জুনু মিয়া। এদিকে,জালাইবাড়ি সহ ফুলবাড়ী,লক্ষীনগর, প্রেমতলাসহ গোটা এলাকা মরনব্যাধী ড্রাগস্ এর নেশায় আক্রান্ত যুব সমাজ।তাই নেশার এই কড়াল গ্ৰাস ও অন্ধকার থেকে যুবকদের বের করে আনতেই যুব সংকল্প ক্লাবের এই উদ্যোগ। ক্লাব সভাপতি আরো জানান, নেশার বিরুদ্ধে খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কাজ করতে প্রস্তুত তারা।