রাজকুমার দাস চুরাইবাড়ি ১৪ অক্টোবর : চুরাইবাড়ির বিশিষ্ট ব্যক্তিত্ব তথা প্রাক্তন পাথর ব্যবসায়ী বিধান চন্দ্র করের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে।তিনি গতকাল অর্থাৎ সোমবার ভোর চারটা নাগাদ চুরাইবাড়িস্থিত নিজ বাস গৃহে অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর। উনার স্ত্রী সহ তিন মেয়ে ও অসংখ্য শুভানুধ্যায়ীদের রেখে গেছেন। চুরাইবাড়ির উন্নয়নের মুকুটে একের পর এক পালক যুক্ত করতে উনার অবদান ছিল অস্বীকার্য।আশির দশকের মাঝামাঝিতে চুরাইবাড়িতে বিদ্যালয়ের জন্য বৃহৎ আন্দোলন গড়ে তুলেছিলেন। পরবর্তীতে তার সফলতাও পেয়েছে চুরাইবাসী। তাছাড়া চুরাইবাড়ি থানা ও ফরেস্ট অফিস স্থাপনেও প্রয়াত বিধান করের অবদান ছিল অপরিসীম। তৎকালীন সরকার ও প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘ ও কঠোর আন্দোলন করে সফলতা অর্জন করেন। তাছাড়া তৎকালীন সময়ে বহিঃরাজ্য থেকে ত্রিপুরায় বোল্ডার প্রবেশেও উনার ভূমিকা ছিল অতুলনীয়। এসময় রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়িতে হাতে ভাঙ্গা পাথর কোয়াড়ি গড়ে উঠায় সাধারণ মানুষের বহু কর্মসংস্থান হয়েছিল। তখন তিনি দীর্ঘ বছর বোল্ডার মার্চেন্ট এ্যসোসিয়েশনের সভাপতি ছিলেন। এককথায় চুরাইবাড়ি বাসীর উন্নয়নে প্রয়াত এই ব্যাক্তির অবদান ছিল আকাশ ছোঁয়া।