ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগরঃ মঙ্গলবার সন্ধ্যায় যুবরাজনগর বিধানসভার রাজনগর কলোনীর জনকল্যাণ ক্লাব দীপাবলী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবরাজনগর বিধানসভার বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ।বিধায়ক তার উদ্বোধনী বক্তব্যে যুব সমাজের অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "নেশা যেভাবে যুব সমাজকে গ্রাস করছে, তা অত্যন্ত দুঃখজনক। যুবকদের এই সর্বনাশা পথ থেকে বেরিয়ে আসতে হবে এবং সুস্থ সমাজ গঠনে অংশ নিতে হবে।" এছাড়াও তিনি নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা নিয়ে আলোচনা করেন এবং এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে জনকল্যাণ ক্লাবের পক্ষ থেকে বিধায়কের কাছে ফুটবল, ক্রিকেট বল এবং ব্যাট উপহার হিসেবে চাওয়া হয়। বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ তৎক্ষণাৎ তাদের এই আবদার পূরণ করায় ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা যায়। সদস্যরা জানান, এই উপহার তাদের ক্রীড়া কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগাবে।