ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগরঃ উত্তর ত্রিপুরা জেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে এবং লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার –এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো "আপনার পুঁজি আপনার অধিকার" শীর্ষক আর্থিক সচেতনতামূলক শিবির। অদাবীকৃত সম্পদ সম্পর্কিত দেশব্যাপী তিন মাসব্যাপী (১ অক্টোবর–৩১ ডিসেম্বর, ২০২৫) প্রচার অভিযানের অংশ হিসেবেই এই শিবিরের আয়োজন করে আর্থিক পরিষেবা দপ্তর, অর্থ মন্ত্রক, ভারত সরকার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের অধীনস্থ IEPFA এর যৌথভাবে পরিচালনা করছে এই বিশেষ কর্মসূচি।ধর্মনগরের দেবদূত বিবাহ ভবনে আয়োজিত শিবিরের সূচনা হয় অতিথিদের হাতে বৃক্ষরোপণের মধ্য দিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। উপস্থিত অতিথিবৃন্দ বলেন, “ব্যাংকিং অভ্যাস গড়ে তোলা এবং সরকারের দেওয়া আর্থিক সুবিধা গ্রহণ করা প্রতিটি নাগরিকের কর্তব্য। সচেতন নাগরিকই শক্তিশালী অর্থনীতির ভিত্তি। ”আরবিআই–এর জেনারেল ম্যানেজার সুরেন্দ্র নিদার উপস্থিত জনসাধারণকে অদাবীকৃত অর্থের দাবি জানানোর গুরুত্ব তুলে ধরে জানান, ব্যাংকে জমা অচল বা অদাবীকৃত অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকে। তবে দীর্ঘদিন দাবি না করা হলে সেই অর্থ শিশুদের কল্যাণে ব্যয় করার বিধান রয়েছে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “এখন ব্যাংক গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে অদাবীকৃত টাকা ফেরত দিচ্ছে, যা অর্থনীতিকেও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং জানান, উত্তর ত্রিপুরা জেলায় তাদের ব্যাংকের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। গ্রাহক বা তার বৈধ উত্তরাধিকারী যে কোনো শাখায় গিয়ে সহজেই অদাবীকৃত অর্থের দাবি জানাতে পারবেন।আলোচনায় আরও অংশ নেন পিএনবির উত্তম কুমার মুখার্জি এবং আরবিআই আগরতলার এলডিও অমন কুমার পোদ্দার। বিভিন্ন ব্যাংক, এলআইসি, জেলা–স্তরের ইনস্যুরেন্স কমিটির সদস্যসহ বহু নাগরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।জেলা প্রশাসনের তথ্য অনুসারে, উত্তর ত্রিপুরায় মোট ৯৪ জন দাবিদারের হাতে ২১.৩৮ লক্ষ টাকার সার্টিফিকেট প্রদান করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষরা গ্রাহকদের সুবিধা বাড়ানো, অদাবীকৃত অর্থ শনাক্তকরণ ও ফেরত দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করার নানা দিক তুলে ধরেন। উপস্থিত নাগরিকরা তাদের জিজ্ঞাসা ও সমস্যার কথা সরাসরি ব্যাংক প্রতিনিধিদের জানান। আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই বৈঠকটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষের প্রশংসা কুড়ায়।