ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগর, ১২ নভেম্বরঃবাগবাসা-ধর্মনগর সড়কের রেল ক্রসিং এলাকায় বহুদিন ধরেই ওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন শতাধিক যানবাহন এই লেভেল ক্রসিং দিয়ে যাতায়াত করে, ফলে রেলগেট বন্ধ থাকলে দীর্ঘ যানজটে নাজেহাল হতে হত সাধারণ মানুষকে। এমনকি জরুরি পরিস্থিতিতেও অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি ও অন্যান্য প্রয়োজনীয় যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ত।অবশেষে দীর্ঘদিনের সেই দাবির প্রেক্ষিতে আশার আলো দেখা দিয়েছে। বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথের উদ্যোগে প্রধানমন্ত্রী দপ্তরে পাঠানো প্রতিনিধিত্বের পর রেল মন্ত্রক ও রাজ্য সরকার উভয়েই সক্রিয় ভূমিকা নিয়েছে।রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে জারি করা এক অফিস মেমোর্যান্ডামে জানানো হয়েছে, বাগবাসা-ধর্মনগর সেকশনের ১০-বি কে এম ৪২/৪-৫ এলাকায় রেলওভার ব্রিজ (ROB) নির্মাণের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (DPR) তৈরির কাজ শুরু হয়েছে। রেলওয়ে বোর্ড রাজ্য সরকারকে জমি হস্তান্তর ও নো অবজেকশন সার্টিফিকেট (NOC) প্রদানের জন্য অনুরোধ করেছে।স্থানীয়দের মতে, রেলওভার ব্রিজটি নির্মিত হলে বহু বছরের ভোগান্তির অবসান ঘটবে। এক বাসিন্দা বলেন, “রেলগেটের কারণে প্রতিদিন লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়ে। যদি ওভার ব্রিজ হয়, তাহলে আমরা সত্যিই স্বস্তির নিশ্বাস ফেলতে পারব।”এদিন বাগবাসার বিধায়ক যাদব লাল নাথ সরজমিনে উপস্থিত হয়ে রেল ক্রসিং এলাকায় প্রস্তাবিত ওভার ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক দপ্তর, ধর্মনগর মহকুমা দপ্তর, পিডাব্লিউডি দপ্তরসহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকবৃন্দ।বাগবাসা-ধর্মনগর এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে এই প্রথম পদক্ষেপে এলাকাজুড়ে নতুন আশার সঞ্চার হয়েছে।