ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগর, ১২ নভেম্বরঃবিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে আজ ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে উদযাপিত হলো প্রতিষ্ঠানের ৪৭তম প্রতিষ্ঠা দিবস। দিনব্যাপী এই অনুষ্ঠানে কলেজ চত্বর মুখরিত হয়ে ওঠে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিদের উপস্থিতিতে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগবাসার বিধায়ক যাদব লাল নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, উত্তর জেলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ, ধর্মনগর কলেজের অধ্যক্ষসহ কলেজের বিভিন্ন পদাধিকারী ও বিশিষ্ট সমাজসেবী কাজল দাস প্রমুখ।অতিথিবৃন্দ প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে কলেজের ভবিষ্যৎ উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। মন্ত্রী টিংকু রায় তাঁর বক্তব্যে কলেজের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রগতির প্রশংসা করে বলেন, “এই প্রতিষ্ঠান উত্তর ত্রিপুরার গর্ব, আগামী দিনে আরও উন্নতির শিখরে পৌঁছাক এই কামনাই রইল।”অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্ব, যেখানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পরিবেশিত হয় নৃত্য, সংগীত। অতিথিদের শুভেচ্ছা বক্তব্য ও কলেজের ইতিহাস স্মরণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়।