ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগর, ১২ নভেম্বরঃত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের (জিএমপি) ২৩তম ধর্মনগর মহকুমা সম্মেলন বুধবার জয়বানপার হালাম ও বুদ্ধি দেববর্মা মঞ্চে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সদস্য তিলক দেববর্মা পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। পরে শহীদ স্মরণ ও শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।প্রতিনিধি সম্মেলনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন প্রবীণ কুমার ত্রিপুরা এবং উদ্বোধনী ভাষণ রাখেন রাজেন্দ্র রিয়াং। সম্মেলনের প্রতিবেদন পাঠ করেন প্রসন্ন ত্রিপুরা। সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সদস্য অমলেন্দু দেববর্মা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন গণআন্দোলনের মহকুমা সম্পাদক রতন রায় ও বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন লেন হৈ মনি হালাম, নকুল ত্রিপুরা ও মুক্তিরোং রিয়াং।সম্মেলনে পাঁচটি অঞ্চল থেকে আগত মোট ১৫২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রতিনিধিদের মধ্যে পাঁচজন প্রতিনিধি তাদের নিজ নিজ রিপোর্ট উপস্থাপন করেন। সর্বসম্মতিক্রমে ২৭ সদস্যের নতুন মহকুমা কমিটি গঠন করা হয়, যেখানে লেন হৈ মনি হালাম পুনরায় সভাপতি এবং প্রসন্ন ত্রিপুরা পুনরায় সম্পাদক নির্বাচিত হন।বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত প্রকাশ্য সমাবেশে সভাপতিত্ব করেন লেন হৈ মনি হালাম। উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, রাজেন্দ্র রিয়াং, উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক অভিজিৎ দে, ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়, বিজিতা নাথ, জিএমপি কেন্দ্রীয় কমিটির সদস্য অমলেন্দু দেববর্মা, সিপিআই(এম) জেলা কমিটির সদস্য সমিরন দাস এবং বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।সম্মেলনে সংগঠনের বিভিন্ন কর্মসূচি ও ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক।