ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগরঃ ধর্মনগর শহরের দুর্গাপুর এলাকায় মঙ্গলবার রাতে এক চাঞ্চল্যকর দুষ্কৃতি হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজ নামের এক যুবকের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন দুষ্কৃতী কালো কাপড়ে মুখ বেঁধে সোনালী শিবির ক্লাবের সদস্য শিপন চৌধুরীর বাড়িতে চড়াও হয়।ঘটনাটি ঘটে রাত আনুমানিক ৯টার সময়। ধারালো অস্ত্র হাতে নিয়ে দুষ্কৃতীরা প্রথমে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। সেই সময় ঘরে এক বয়স্ক মহিলা উপস্থিত ছিলেন। তিনি তৎক্ষণাৎ দরজা বন্ধ করে কোনোমতে প্রাণে রক্ষা পান বলে জানা যায়। তবে দুষ্কৃতীরা ঘরে ব্যাপক ভাঙচুর চালায় — ঘরের দরজা, জানালা, এমনকি এয়ার কন্ডিশনারও ক্ষতিগ্রস্ত হয়।এছাড়াও বাড়ির সামনের উঠানে থাকা একটি মোটরবাইক রহস্যজনকভাবে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়। অভিযোগ, হামলাকারীরা ওই মহিলার গলার চেন ও হাতের চুড়িও ছিনিয়ে নিয়ে যায়।স্থানীয় সূত্রে আরও জানা গেছে, হামলাকারী দলের কয়েকজনকে প্রত্যক্ষদর্শীরা চিনতে পেরেছেন, যদিও অধিকাংশের মুখ ঢাকা ছিল বলে সবাইকে শনাক্ত করা সম্ভব হয়নি। এলাকাবাসীর এক অংশের দাবি, হামলাকারী দলের এক যুবক নেশা বাণিজ্যের সঙ্গে যুক্ত, এবং স্থানীয়ভাবে তার বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল।এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।