This news has no attached video clip.

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স “শুভ বিবাহ উৎসব”

Friday, November 14, 2025
Total Views: 109

ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, আগরতলাঃ শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে 'শুভ বিবাহ উৎসব'। আগামী ১৮ নভেম্বের থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের প্রত্যেক শাখা শোরুমে এই উৎসবের আয়োজন হতে চলেছে। 'শুভ বিবাহ উৎসব'- ভারতীয় ঐতিহের এই উদযাপন ২০০৯ সালে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সাফল্যের সঙ্গে সূচনা করে। পরে বিভিন্ন আবাসন ও বিশিষ্ট সামাজিক ক্লাবও এই কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। এরপর যত সময় গড়িয়েছে ততই এই উৎসবের মান ও জনপ্রিয়তা আরও বেড়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হল, ভারতীয় ঐতিহ্যের উদযাপন করা ও বিয়ের মরসুম উপলক্ষে গ্রাহকদের জন্য বিয়ের গয়নার নতুন সম্ভার নিয়ে আসা । এবারের আয়োজন আরো বিশেষ হতে চলেছে। এই বছর সোনা এবং হিরের বিয়ের গয়নার এক সম্পূর্ণ নতুন সংগ্রহ নিয়ে আসা হয়েছে। যা শুধুমাত্র বিয়ের মরসুমের জন্য বিশেষভাবে ডিজাইন এবং কারুকাজ করা হয়েছে। এই উৎসব উদযাপন করার জন্য গ্রাহকদের জন্য লাকি ড্র, উপহার আর বিশেষ আকর্ষণীয় অফারও রাখা হয়েছে… রয়েছে সোনার গয়নার মজুরিতে ২০% ছাড়। হিরের গয়নার মজুরিতে ৬৫% ছাড়। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার । এছাড়া থাকছে প্রত্যেক ১৫ দিন অন্তর লাকি ড্র-এ বিজেতা ও তার এক সঙ্গীর- সিমলা, জয়পুর এবং গোয়া ভ্রমণ প্যাকেজ জেতার সুযোগ এবং মেগা ড্র-এ বিজেতা ও তার এক সঙ্গীর বিদেশ (ফুকেত) ভ্রমণের প্যাকেজ। তাছাড়াও রয়েছে ওল্ড গোল্ড এক্সচেঞ্জের সুযোগ, হলমার্ক যুক্ত সোনা ১০০% মূল্যের গয়না ফেরত পাবার সুযোগ ও মাসে-মাসে টাকা জমিয়ে ডিসকাউন্টে গয়না কেনার সুযোগ। আর সব কিছুই আয়োজন করা হয়েছে বিয়ের মরসুমের জন্য। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এই উপলক্ষে এক স্পেশাল প্রিভিউয়ের আয়োজন করেছিল, সেখানে উপস্থিত ছিলেন বাংলা, হিন্দি ও তেলুগু চলচ্চিত্রের উদীয়মান অভিনেত্রী প্রান্তিকা দাস। আজকের উনুষ্ঠানে সোনা ও হিরের গয়নার এবছরের 'শুভ বিবাহ সম্ভার' সকলের সামনে তুলে ধরা হয়। এছাড়া যেসব অফার, ছাড় আর লাকি ড্র রাখা হয়েছে সে সম্পর্কে সবাইকে জানানো হয়। “শুভ বিবাহ উৎসবের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে আন্তরিক ধন্যবাদ জানাই,” বলেন প্রান্তিকা দাস। সাথে তিনি সমস্ত ত্রিপুরাবাসীকে শুভ বিবাহ উৎসবের আগাম শুভেচ্ছা জানান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্চ রুট ভ্যাকেশন্স-এর ডিরেক্টর স্বর্ণেন্দু ঘোষ। তিনি বলেন, “শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আয়োজিত শুভ বিবাহ উৎসবের লাকি ড্রয়ের মাধ্যমে সব মধুচন্দ্রিমা বিজেতাদের আগাম অভিনন্দনI” শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, "আসলে ভারতীয় বিবাহ অনুষ্ঠান হল একটি পরম্পরা ও আবেগ। এর সঙ্গে জুড়ে থাকে এক অদ্ভুত রোমান্টিসিজম। তাই আমরাও শুভ বিবাহ উৎসবের সময় সবসময়ই 'ব্রাইডাল জুয়েলারি উইথ সেন্টিমেন্টস অ্যাটাচড'-এর কথা বলি, কারণ সকলের কাছেই বিয়ের এক আলাদা অনুভূতি রয়েছে। যা হৃদয়ের অন্তরে খুব সযত্নে সাজানো থাকে। আর এজন্যই আমাদের এই প্রয়াস খুবই বিশেষ।" সংস্থার আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, "বিয়ের মরসুমে আমাদের 'শুভ বিবাহ উৎসব‘ হলো ভারতীয় ঐতিহ্যের এক বর্ণময় উদযাপন। ২০০৯ সালে সংস্থার শাখায় একটি ইন-স্টোর উপস্থাপনা দিয়ে এটি শুরু হয়েছিল। কয়েকটি প্রধান আবাসন এবং বিশিষ্ট সামাজিক ক্লাবের সঙ্গে পরে যুক্ত হয়। এই উৎসব এখন একটি বার্ষিক উদযাপন হয়ে উঠেছে।" তিনি বলেন, "এই বছরের সংস্করণটি আরো বিশেষ। এবারের আয়োজনের মধ্যে রয়েছে সোনা ও হিরের গয়না তৈরির মজুরিতে বিশেষ ছাড় সহ অফার, প্রতিটি ক্রয়ের সাথে নিশ্চিত উপহার, আর সাথে লাকি ড্র।" ' শুভ বিবাহ উৎসব' অফারটি শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর ত্রিপুরার আগরতলা, ধর্মনগর ও উদয়পুর শোরুম ছাড়াও কলকাতার সব ( গড়িয়াহাট, বেহালা ও বারাসাত) শোরুমেও ১৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। সকলের জন্যে শুভ কামনা জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয় ।













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.