অবৈধ বালিখননের মারণ ফাঁদে নিভে গেল দুইটি কোমল প্রাণ। বৃহস্পতিবার দুপুরে কল্যাণপুর থানার অন্তর্গত প্রেম সিং এডিসি ভিলেজের মানিকচন্দ্র পাড়ায় বালি ধসে মৃত্যু হয় দুই শিশুর এবং গুরুতর আহত হয় আরেকজন। ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে তিন শিশু বাড়ির পাশেই স্তুপ করে রাখা বালির কোয়ারিতে খেলছিল। খেলতে খেলতে হঠাৎই পুরোনো স্তুপে রাখা রাশি রাশি বালি ধসে পড়ে তাদের উপর। মুহূর্তের মধ্যে তিনজনই বালির নিচে চাপা পড়ে যায়। চোখের সামনে এই দৃশ্য দেখে দুই শিশুর বাবা ছুটে এসে প্রাণপণ চেষ্টা চালিয়ে তিনজনকেই উদ্ধার করেন এবং দ্রুত কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। অপর শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের পাশাপাশি ক্ষোভও। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ এড়িয়ে এলাকায় অবৈজ্ঞানিক ও অবৈধভাবে বালির কোয়ারি গড়ে তোলা হচ্ছে। তাদের দাবি, “যথাযথ নজরদারি থাকলে এই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যেত।” ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক ও কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। পুলিশ জানিয়েছে, বালিখনন কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে। তবে প্রশ্ন রয়ে গেছে— যদি আগেই প্রশাসন ব্যবস্থা নিত, তবে কি এই দুটি নিরপরাধ প্রাণ বাঁচানো যেত না? এই দুর্ঘটনা যেন শুধুই তদন্তের ফাইলের পাতা না হয়ে যায়, সেই দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা।