ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগরঃ ধর্মনগর মহকুমার হাফলং বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে একটি ইরিক্সা (নং DMR RE 1989) ও একটি চারচাকা গাড়ির (নং TR02M 0628) মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যস্ততম ওই মোড়ে হঠাৎ মুখোমুখি ধাক্কা লেগে ইরিক্সাটি ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে থাকা দুই প্রবীণ মহিলা গুরুতরভাবে আহত হন।আহতদের পরিচয় অজন্তা ঘোষ (৭৫) ও সাধনা ঘোষ (৭০)। খবর পেয়ে ধর্মনগর দমকল দপ্তরের কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন এবং দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা তুলনামূলক গুরুতর হলেও প্রাথমিক চিকিৎসার পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।এদিকে, দুর্ঘটনায় গাড়ি ও ইরিক্সা চালক তেমন কোনো আঘাত পাননি। তবে স্থানীয় মানুষের অভিযোগ, এলাকায় বেপরোয়া গাড়ি চালানো এবং যানবাহনের অতিরিক্ত চাপের ফলে এ ধরনের দুর্ঘটনা বেড়েই চলেছে।স্থানীয়দের ক্ষোভ, ট্রাফিক দপ্তর কিছু নির্দিষ্ট জায়গায় নিয়মিত দায়িত্ব পালন করলেও অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ মানুষ হয়রানির শিকার হন। দ্রুতগতির বাইক, চারচাকা ও ইরিক্সার লাগামহীন চলাচল রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না বলেও অভিযোগ তুলেছেন তারা।অতি দ্রুত ধর্মনগর ট্রাফিক দপ্তরকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন বাসিন্দারা।