ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগরঃ ধর্মনগর শহরের রাজপথে সোমবার দুপুরে দেখা গেল ভিন্ন এক চিত্র। তালে তালে স্লোগান, পদে পদে উদ্দীপনা—সব মিলিয়ে বিজেপি যুবমোর্চার ‘যুবশক্তি শঙ্খনাদ পদযাত্রা’ রীতিমতো সরগরম করে তোলে পুরো শহরকে। নানা বয়সের শতাধিক যুবক-যুবতী, কর্মী ও স্থানীয় নেতৃত্বরা দলের পতাকা ও ব্যানার হাতে নিয়ে অংশ নেন এই পদযাত্রায়।এদিনের বিশাল পদযাত্রায় নেতৃত্ব দেন বিজেপি জেলা সভাপতি কাজল দাস। সঙ্গে ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জগৎজ্যোতি দেব, জেলা যুবমোর্চার সভাপতি জয়জিৎ শর্মা এবং যুবমোর্চা ধর্মনগর মণ্ডলের সভাপতি রাহুল কিশোর রায়, বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ, সহ বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা। বিশেষভাবে নজর কাড়ে উত্তর জেলার অন্তর্গত প্রতিটি মণ্ডলের যুবমোর্চা সভাপতিদের সক্রিয় উপস্থিতি ও নেতৃত্বরা।পদযাত্রা এগোতে থাকতেই শহরের বিভিন্ন এলাকায় ভিড় জমাতে থাকেন সাধারণ মানুষ। দলীয় স্লোগান, দেশপ্রেমের উদ্দীপনা আর যুবশক্তির উচ্ছ্বাসে রাস্তাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। রাজনৈতিক মহলের মতে, এই পদযাত্রা যুব সমাজকে সংগঠিত করার পাশাপাশি আগামী দিনে দলের সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দিচ্ছে।যুবমোর্চার নেতৃত্বদের দাবি—এই ‘শঙ্খনাদ পদযাত্রা’ ভবিষ্যতের বৃহত্তর কর্মসূচির প্রথম ধাপ। ধর্মনগরের পথে পথে যুবশক্তির এমন শক্তিশালী উপস্থিতি শহরের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।