ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগরঃ ধর্মনগর পুরপরিষদ আয়োজিত বহুল প্রতীক্ষিত ‘খেলো ধর্মনগর ২০২৫’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সোমবার, ৮ ডিসেম্বর, বিবিআই স্কুলের মাঠে এক আড়ম্বর ভাবে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মাঠে উপচে পড়ে মানুষের ভিড়, উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের মাননীয় চেয়ারপার্সন মিতালী দাস সেন। পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তর জেলার বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, সমাজসেবী শ্যামল নাথ, ধর্মনগর পুরপরিষদের সকল কাউন্সিলর, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রিপন চাকমা, পুরপরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু নাথ, জেলা ক্রীড়া দপ্তরের আধিকারিক বিভাবসু গোস্বামী-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিগণ।চেয়ারপার্সন মিতালী দাস সেন সহ অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে ‘খেলো ধর্মনগর ২০২৫’-এর আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর মাঠে শুরু হয় রঙিন সাংস্কৃতিক পরিবেশনা। মোট ১,৫০০ শিল্পীর অংশগ্রহণে নৃত্য, সঙ্গীত ও বৈচিত্র্যময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। ধর্মনগর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষক-শিক্ষিকাগন এই পরিবেশনায় অংশ নেন।এবারের খেলো ধর্মনগরে মোট ৪৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে বলে জানা যায়। ছোট থেকে প্রবীণ—সব বয়সের মানুষের জন্যই থাকছে বিশেষ প্রতিযোগিতা। উল্লেখ্য, খেলো ধর্মনগর প্রথম শুরু হয়েছিল ২০২৩ সালে, ধর্মনগরের বিধায়কের অনুপ্রেরণায় গড়ে ওঠা এই ক্রীড়া উৎসব বর্তমানে ধর্মনগরের বার্ষিক ঐতিহ্যে পরিণত হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। খেলাপ্রেমী দর্শকদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।ক্রীড়াকে কেন্দ্র করে একাগ্রতা, উৎসাহ ও সুস্থ মানসিকতার বার্তা ছড়িয়ে দিল ‘খেলো ধর্মনগর ২০২৫’।ধর্মনগরের ক্রীড়া চেতনাকে আবারও নতুন মাত্রা দিল এই খেলো ধর্মনগর ২০২৫।