রাজকুমার দাস, চুরাইবাড়ি ১০ ডিসেম্বর : উত্তর জেলার কদমতলা বাজারে চুরি করতে গিয়ে ব্যবসায়ীদের হাতে ধরা পড়ে এক ব্যক্তি। পরে উত্তম মধ্যম দিয়ে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম সুদীপ দাস (৩৪) তাঁর পিতা মৃত সতু দাস। বাড়ি দামছড়া থানা এলাকায় হলেও বর্তমানে তিনি ধর্মনগরের আলগাপুর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতো বলে সে পুলিশের কাছে জানায়। স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলা বাজারের সব্জি ব্যবসায়ী উত্তম দাস সহ অন্যান্য ব্যবসায়ীরা আসামের বালিরবন্ধ বাজারে দোকানে নিয়ে যাওয়ার জন্য সবজি গাড়িতে তুলছিলেন। সেই সময় সুদীপ দাস নামের ওই ব্যক্তি চুপিসারে উত্তম দাসের দোকানের ক্যাশবাক্স থেকে টাকা চুরি করার চেষ্টা করে। তখন অপর এক ব্যবসায়ীর নজরে আসতেই তিনি চিৎকার করে উঠলে অন্যান্য ব্যবসায়ী ও উপস্থিত জনতা ছুটে এসে তাকে আটক করে। এরপর ক্ষুব্ধ বাজার ব্যবসায়ীরা অভিযুক্তকে উত্তম মধ্যম দিতে শুরু করেন। খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চুরির ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।