ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি,ধর্মনগরঃ ত্রিপুরা–অসম সীমান্তবর্তী চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে শুক্রবার ভোররাতে বড় মাদক–বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল পুলিশ। রুটিন তল্লাশির সময় আটক হয় TR05B–0314 নম্বরের একটি অল্টো গাড়ি, আর তাতেই ফাঁস হয়ে যায় আন্তঃরাজ্য পাচার চক্রের চক্রন্ত।তল্লাশিতে পুলিশ গাড়িতে যাত্রী সেজে থাকা চার মহিলার ব্যাগসহ গাড়ির ড্যাশবোর্ড, সিটের নিচে এবং বিভিন্ন গোপন চেম্বার থেকে মোট ২৪ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করে। উদ্ধার হওয়া গাঁজার ওজন প্রায় ২০ কেজি, যার কালোবাজারি মূল্য আনুমানিক ৬ লাখ টাকা।আটক পাঁচজনের মধ্যে চারজনই বিহারের বাসিন্দা—মংলি দেবী (২৮)কবিতা দেবী (৩৫)অনিতা দেবী (৩৮)সুতুর কুমারী (৩০)এছাড়া গাড়ির চালক হিসেবে গ্রেপ্তার হন ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর–হাফলং এলাকার বাসিন্দা সন্দীপ মালাকার (৩০)।চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস জানান, অত্যন্ত কৌশলে ব্যাগের নিচে এবং গাড়ির নানান ফাঁক–ফোঁকর ও গোপন চেম্বারে প্যাকেটগুলি লুকিয়ে রাখা হয়েছিল। প্রথমে যাত্রী সেজে থাকায় সন্দেহ কম ছিল, কিন্তু গাড়ির আচরণে অসঙ্গতি দেখতে পেয়ে পুলিশ গভীরভাবে অনুসন্ধান চালায়। তিনি বলেন, “গাঁজাগুলি অত্যন্ত দক্ষতার সঙ্গে গাড়ির বিভিন্ন স্থানে লুকোনো ছিল। আটক পাঁচজনই পাচারচক্রের সঙ্গে জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে।”পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা আমবাসা অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে বিহারে পাচারের পরিকল্পনা করেছিল। দীর্ঘদিন ধরেই এই রুটে পাচারচক্র সক্রিয় ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।ঘটনার পর চুরাইবাড়ি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে।চুরাইবাড়ি নাকা পয়েন্টে সাম্প্রতিক সময়ে পরপর সফল অভিযানে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার হয়েছে। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।